আমরা সবাই জানি সবজি খাওয়া আমাদের শরীরের জন্য কত উপকারী| সবজিতে আছে নানান রকম ভিটামিন ও মিনারেলস| যা নানান রকম রোগ প্রতিরোধ করে| তাই প্রতিদিন অবশ্যই অনেক রঙের সবজি খেতে হবে| পুস্টিবিদেরা বলেন প্রতিদিন ৫ রঙের সবজি খেলে বিভিন্ন রোগ শোক থেকে মুক্ত থাকা যাবে| প্রতিদিন কত টুকু ও একবারে কত টুকু সবজি খাবেন তা আগের পোস্টে দেয়া হয়েছে|
অনেকেই আমাকে প্রশ্ন করেন যে, রাতে কি খাবেন| বিশেষ করে যারা ওজন কমাতে চান, তারা| আমি তাদের বলি– রাতে হালকা তেল মশলা দিয়ে রাঁধা সবজি খেতে| কারণ সবজিতে আছে প্রচুর আঁশ, যা পেট ভরায়, রাতের ভিটামিনের চাহিদা পূরণ করে, কম ক্ষুধা লাগায়, আর কম ক্যালরি থাকায় রাতের জন্য ভালো| কারণ, রাতে সবচাইতে হালকা খাবার খেতে হয় | রাতে খাওয়ার পরে সাধারনত: তেমন কাজ করা হয়না| তাই বেশি ক্যালরির খাবার না খাওয়াই ভালো |
তবে রাতে এই সবজির সাথে আর কি খাবেন তা আপনার শরীরের উপর নির্ভর করবে|এক এক জনের শরীরে খাবারের চাহিদা আলাদা হবে| ওজন কমাতে রাতে এই সবজির সাথে বেক করা মাছ খেতে পারেন|
উপকরণ :
বিভিন্ন রকমের সবজি(ফুলকপি, বাঁধাকপি, পেপে,গাজর, বেবিকর্ন, বরবটি) চিকন লম্বা করে কাটা -দুই কাপ
পেঁয়াজ কুচি –এক টেবিল চামচ
আদা বাঁটা –এক চা চামচ
রসুন বাঁটা — এক চা চামচ
গোল মরিচ- এক চিমটি বা ১/৪ চা চামচ
টমেটো সস –এক টেবিল চামচ
ম্যাগি স্বাদ- এ- ম্যাজিক মশলা –এক টেবিল চামচ
জলপাই তেল ও লবন পরিমানমত |
প্রণালী :
প্যানে তেল গরম করুন| পেয়াজ দিন, দুই মিনিট ভাজুন| এবার আদা ও রসুন বাঁটা দিন| নেড়ে চেড়ে সবজি দিন| গোল মরিচ ও ম্যাগি স্বাদ এ ম্যাজিক দিন| ভাজুন| সবজি সিদ্ধ হবার জন্যে পানি দিতে পারেন খুবই অল্প| সবজি সিদ্ধ হলে, লবন ও সস দিন| নেড়ে চেড়ে নামান| নামানোর আগে ধনেপাতা বা কাঁচা মরিচ দিতে পারেন| সবজি খুব বেশি সিদ্ধ হয়ে নরম করার দরকার নেই|হালকা কচকচে থাকলে খেতে ভালো লাগবে|
এই সবজির রেসিপিটির সুবিধা হলো এটি কম সময়ে করা যায়, তাই হাতে সময় কম থাকলে তাড়াতাড়ি তৈরী করে খাওয়া যায়| তাছাড়া, কম সময়ে উচ্চ তাপে সবজি রাঁধলে সবজির ভিটামিন নষ্ট হয় না|
ম্যাগি স্বাদ- এ- ম্যাজিক মশলায় আছে নানা রকম মশলা, সাথে ভিটামিন এ, আয়োডিন, আয়রন ইত্যাদি|
অনেকে এই রেসিপিটি রাঁধতে, সবজি আগে সিদ্ধ করে নেন| কিন্তু সবজি সিদ্ধ করে পানি ফেলে দিলে সবজির ভিটামিন পানির সাথে চলে যায়|তাই এটি রান্নার সময়ই এমনভাবে রাঁধতে হবে যেনো সবজির সিদ্ধ করা পানি ফেলে দিতে না হয়| আর সবজি কাটার সাথে সাথেই রান্না করতে হবে|তাহলে সবজির ভিটামিনের গুনাগুন অক্ষুন্ন থাকবে|
সবজির এই ঝটপট রেসিপিটি কেমন লাগলো জানাবেন|ভালো লাগলে সবার সথে শেয়ার করুন|
রাতের খাবার কখন খাবেন? জানতে ক্লিক করুন|
৫টি ডায়েট টিপস জানতে ক্লিক করুন|
ফিটনেস বাংলাদেশের লেখা ভালো লাগলে, ইমেইলে নিয়মিত নতুন পোস্ট পেতে উপরে ডান দিকে আপনার ইমেল ঠিকানাটি লিখে subscribe করুন|
Nice Post.
thanks to admin for your post.
Nice easy recipe. Want more recipe.
Thanks. Try it and tell me how it turns out. Share this post by facebook. See under the post for this option.bye, take care.