প্রিয় পাঠক, আগের পোস্টে ডাম্বেল বাইসেপ কার্ল কেমন লেগেছে? ওই পোস্টে বলেছিলাম যে– “যে কোনো ওয়েট ট্রেইনিং ব্যায়ামের শুরুতে অবশ্যই শরীর ভালো মতো ওয়ার্ম আপ করে নিতে হবে| তারপর ভালো মতো স্ট্রেচিং করতে হবে, যে মাসেলের জন্য ওয়েট ট্রেইনিং করা হবে তার জন্য|এবং প্রতিটি ওয়েট ট্রেইনিং ব্যায়াম শেষ করে, ভালো মতো সেই মাসেলের জন্য স্ট্রেচিং করতে হবে|”
কারণ ওয়েট ট্রেইনিং ব্যায়ামের শুরুতে ও শেষে ভালো মতো স্ট্রেচিং করলে, মাসেলের flexibility বাড়ে, stress কমে, ইনজুরি বা মাসেল পুল হয় না, রক্ত সঞ্চালন বাড়ে,ব্যায়ামও ঠিক মতো কাজ করে|
তাই এই পোস্টে ডাম্বেল বাইসেপ কার্ল করার জন্যে, বাইসেপ এর স্ট্রেচিং করতে যাতে আপনাদের সুবিধা হয়, তাই দুটো বাইসেপ স্ট্রেচিং দিচ্ছি|
১. দেয়ালে বাইসেপ স্ট্রেচ ( Wall Bicep Stretch)
- দেয়ালের দিকে মুখ করে ৬ ইঞ্চি দূরত্ব বজায় রেখে সোজা হয়ে দাঁড়ান|
- এবার আপনার ডান হাত শরীরের পাশে উঠিয়ে দেয়ালে রাখুন| কাঁধ থেকে একটু ওপরে হাত উঠবে| হাত টান টান থাকবে ও কনুই সোজা থাকবে| হাত মেঝের সমান্তরাল থাকবে| ছবির মতো|
- বুড়ো আঙ্গুল নিচের দিকে ও অন্য আঙ্গুল গুলো ওপরের দিকে রেখে, একটি C শেপ তৈরী করুন| এভাবে দেয়াল ধরবেন| ছবির মতো|
- দম ছাড়ুন|এবার আপনার শরীরের অপরের অংশ(কোমর পর্যন্ত)হাতের উল্টো দিকে ঘুরান বা ডান হাতের জন্য বাম দিকে ঘুরান|
- এবং আপনার ডান হাতের বাইসেপএ টান অনুভব করুন|এভাবে ১০-৩০ সেকেন্ড ধরে দেখুন|
- তারপর স্বাভাবিক অবস্থায় আসুন|
- এভাবে অন্য হাতের জন্যও করুন|
যে যে মাসেলগুলোর জন্যে এই ব্যায়ামটি কাজ করে: shoulder, chest , biceps, front deltoid
২. বাইসেপ ও Forearm( কনুই থেকে কবজি পর্যন্ত) স্ট্রেচ:
- সোজা হয়ে দাঁড়ান বা চেয়ারে বসুন|
- ডান হাত সামনের দিকে প্রসারিত করুন|(ছবির মতো)|
- কনুই সোজা থাকবে|
- হাতের তালু সামনের দিকে রেখে আঙ্গুল নিচের দিকে মুখ করে রাখুন|(ছবির মতো)|
- এবার দম ছাড়ুন |
- অন্য হাত দিয়ে ডান হাতের আঙ্গুলে ভেতরের দিকে চাপ দিন (ছবির মতো)|
- এখন আপনি ডান হাতের বাইসেপ ও forearm এর উপরের দিকে টান অনুভব করবেন|
- এভাবে ১০-৩০ সেকেন্ড রাখুন|
- স্বাভাবিক অবস্থায় আসুন ও অন্য হাতের জন্য একই ভাবে করুন|
- এই স্ট্রেচিংটি হাতের আঙ্গুলগুলো নিচের দিকে না রেখে, উপরের দিকে রেখেও করা যায়|
যে যে মাসেলগুলোর জন্যে এই ব্যায়ামটি কাজ করে: Wrist, forearm, biceps
এভাবে প্রতিটি ওয়েট ট্রেইনিং ব্যায়ামের আগে ও পরে সেই মাসেলের জন্য অবশ্যই স্ট্রেচিং করতে হবে|স্ট্রেচিং করার ফলে আপনি মাসেলে হালকা টান অনুভব করবেন| ব্যায়ামের ফলে মাসেলে যে চাপ পড়বে, তা স্ট্রেচিং করার ফলে আরাম বোধ হবে| কিন্তু এমন ভাবে স্ট্রেচিং করবেন না, যে মাসেলে ব্যাথা লাগে|
এই পোস্টটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন|
আর আপনার মূল্যবান কমেন্ট ও ফিটনেস বিষয়ে আর কি জানতে চান তা জানাতে ভুলবেন না|
ফিটনেস বাংলাদেশের লেখা ভালো লাগলে, ইমেইলে নিয়মিত নতুন পোস্ট পেতে উপরে ডান দিকে আপনার ইমেল ঠিকানাটি লিখে subscribe করুন|
Image credit: healthyexerciseworld, bodybuilding.com
. Bench Presses (বেঞ্চ প্রেস) – বুক, কাঁধ, বাহু (ট্রাইসেপ)
২. Overhead Presses (ওভারহেড প্রেস) – কাঁধ, বাহু (ট্রাইসেপ)
৩. Pull-ups/Rows (পুল-আপ / রো) – পিঠ, বাহু (বাইসেপ)
৪. Squats (স্কোয়াট) – পা, পিঠের নিম্নভাগ
৫. Deadlifts (ডেডলিফট) – পা, পিঠ, কাঁধ
৬. Bar Dips (বার ডিপ) – কাঁধ, বুক, বাহু (ট্রাইসেপ)
ay beyam gulo shomporke jante chai.
Thanks. I will give a post. Keep reading my site. Bye
KHUB VALO LAGLO
Thanks. Pray for me. If u like my posts, pls share it and rate it. Find options for this–below each post. Thanks. Take care.