প্রিয় পাঠক, সালাম ও শুভেচ্ছা|আজ ২৪ শে জুলাই ফিটনেস বাংলাদেশ ব্লগ দুই বছর পূর্ণ করলো |দেখতে দেখতে ফিটনেস বাংলাদেশ দ্বিতীয় বছর শেষ করে তৃতীয় বছরে পা দিলো|এই দুই বছরে ফিটনেস বাংলাদেশ ব্লগ অনেক উন্নতি করেছে|অনেক সামনে এগিয়ে গেছে|
আজ ২৪ শে জুলাই ২০১১ পর্যন্ত, ফিটনেস বাংলাদেশের কিছু সাফল্য আপনাদের কাছে তুলে ধরছি:
- গত এক বছরের তুলনায়, সাবস্ক্রাইবার বেড়েছে ২০ গুন
- প্রতিদিন গড়ে পাঠক বেড়েছে ৬ গুন|
- প্রতি মাসে মোট পাঠক সংখ্যা আগের মাসের চাইতে বেড়ে চলেছে|
- মোট পোস্ট দেয়া হয়েছে ৮৩ টি
- মোট শেয়ার পরা পোস্টের সংখ্যা ১১৫টি
- ফিটনেস বাংলাদেশের ফ্যান সংখ্যা মোট ১০১ জন
- গত সেপ্টেম্বর ২০১০ এ ফিটনেস বাংলাদেশ নিজস্ব ডোমেন fitnessbd.com এ চালু হয়েছে|
- গত ১৪ই ডিসেম্বর ২০১০ সালে wordpress.com এর fastest growing blog হিসাবে সারা বিশ্বে তৃতীয় হয়েছে
- wordpress.com এর হিসাব অনুযায়ী ব্লগের health- o -meter এর রেসাল্ট “WOW”. নিচের ছবি দেখুন|
- অনেক হেলথ সাইট এ প্রিয় লিঙ্ক হিসাবে ফিটনেস বাংলাদেশের লিঙ্ক দেয়া হয়েছে| যেমন: ehealth24.net
- এছাড়া দেহ, youthsparks,ইত্যাদি ম্যাগাজিনে/ওয়েব সাইটে ফিটনেস বাংলাদেশের লেখা ছাপা হয়েছে|
wordpress.com এর হিসাব অনুযায়ী ২০১০ সালের ফিটনেস বাংলাদেশ ব্লগের সেরা আকর্ষনীয় পোস্ট গুলো নিচে দেখুন|
প্রিয় পাঠক, ফিটনেস বাংলাদেশের দ্বিতীয় বছর পূর্তিতে আপনাদের কাছ থেকে কমেন্ট ও ফিডব্যাক চাই| ফিটনেস বিষয়ে আপনারা আর কি জানতে চান তা জানান| ফিটনেস বাংলাদেশকে আর কিভাবে উন্নত করা যায়, আর নতুন কি সংযোজন করা যায়, তা জানান|
ফিটনেস বাংলাদেশ, বাংলাদেশের অন্যতম ফিটনেস ব্লগ| এই ব্লগের উদ্দেশ্য শুধুই পাঠকদের দৈনন্দিন জীবনের ফিটনেস বিষয়ে জ্ঞান দেয়া| যা মেনে চলার ফলে আপনি প্রতিদিন একটু একটু করে অনেক শারীরিক ও মানসিক উন্নতি লক্ষ্য করবেন| আপনাদের জন্য ফিটনেস বাংলাদেশের আরো অনেক নতুন নতুন বিভাগ খুলবে, যেমন: সৌন্দর্য, মানসিক শক্তি ইত্যাদি| এছাড়া একটি বিশ্বমানের ওয়েব সাইট হিসাবে ফিটনেস বাংলাদেশ যাতে বাংলাদেশের হয়ে সারা বিশ্বের ওয়েব সাইট গুলোর সাথে প্রতিযোগিতা করতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে| তাই পোস্ট গুলো দেবার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে ও মান নিয়ন্ত্রণ করে লেখা হয়|
ফিটনেস বাংলাদেশ দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে একটি নতুন আয়োজন করতে যাচ্ছে| আর তা হলো কিছু সাফল্যের কাহিনী ছাপানো| যারা হেলদি লাইফ স্টাইল মেনে চলেন, ওজন কমিয়ে সুন্দর স্বাস্থ্য পেয়েছেন , বা ওজন বাড়িয়েছেন–তাদের কাহিনী এই ব্লগে আপনার শেয়ার করতে পারেন| আপনারা কিভাবে হেলদি লাইফ স্টাইল মেনে চলেন, বা ফিটনেস বিষয়ে আপনার যে কোনো জ্ঞান, এই ব্লগে শেয়ার করতে পারেন এবং এর মাধ্যমে অন্যের উপকার করতে পারেন| লেখা পাঠানোর ঠিকানা fitnessbd@gmail.com
ফিটনেস বাংলাদেশের সাথে থাকুন| ফিটনেস বাংলাদেশের জন্য সব সময় শুভ কামনা ও দোয়া করুন|
ধন্যবাদ|
thank you
আপনাকে অনেক অভিনন্দন আর শুভকামনা। অনেক ভাল একটা সাইট এটা। আমার ছেলে আমাকে কয়েকবার এই সাইট দেখিয়েছে এই সাইটটা, ও সবাইকে বলে বেড়ায় এই সাইট থেকে পরামর্শ নেয়ার জন্য। আপনার সাইটে লেখাগুলো খুব বিস্তারিত, এটা খুবই ভাল।
আপনার সফলতা কামনা করছি।
অনেক ধন্যবাদ ব্লগ পড়ার ও সফলতা কামনা করার জন্য|
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা…
এই সাইটে প্রত্যেকটি বিষয়ের উপর যেভাবে বিস্তারিত লেখা হয় তা অন্য কোন সাইটে পাওয়া যায় না। Fitness Bangladesh এর শুভকামনা করি। আশাকরি এই সাইটটি ভবিষ্যতে আরো সাফল্য অর্জন করবে।
অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কমেন্ট ও শুভ কামনা করার জন্যে ও ফিটনেস বাংলাদেশ ব্লগ পড়ার জন্যে |