ফিটনেস বাংলাদেশ ব্লগের দ্বিতীয় বছর পূর্তি হলো| আপনাদের ফিডব্যাক ও পরামর্শ দিন|

প্রিয় পাঠক, সালাম ও শুভেচ্ছা|আজ ২৪ শে জুলাই ফিটনেস বাংলাদেশ ব্লগ দুই বছর পূর্ণ করলো |দেখতে দেখতে ফিটনেস বাংলাদেশ দ্বিতীয় বছর শেষ করে তৃতীয় বছরে পা দিলো|এই দুই বছরে ফিটনেস বাংলাদেশ ব্লগ অনেক উন্নতি করেছে|অনেক সামনে এগিয়ে গেছে|

আজ ২৪ শে জুলাই ২০১১ পর্যন্ত, ফিটনেস বাংলাদেশের কিছু সাফল্য আপনাদের কাছে তুলে ধরছি:

  • গত এক বছরের তুলনায়, সাবস্ক্রাইবার বেড়েছে ২০ গুন
  • প্রতিদিন গড়ে পাঠক বেড়েছে ৬ গুন|
  • প্রতি মাসে মোট পাঠক সংখ্যা আগের মাসের চাইতে বেড়ে চলেছে|
  • মোট পোস্ট দেয়া হয়েছে ৮৩ টি
  • মোট শেয়ার পরা পোস্টের সংখ্যা ১১৫টি
  • ফিটনেস বাংলাদেশের ফ্যান সংখ্যা মোট ১০১ জন
  • গত সেপ্টেম্বর ২০১০ এ ফিটনেস বাংলাদেশ নিজস্ব ডোমেন fitnessbd.com  এ চালু হয়েছে|
  • গত ১৪ই ডিসেম্বর ২০১০ সালে wordpress.com  এর fastest growing blog হিসাবে সারা বিশ্বে তৃতীয় হয়েছে
  • wordpress.com এর হিসাব অনুযায়ী ব্লগের  health- o -meter এর রেসাল্ট  “WOW”. নিচের ছবি দেখুন|
  • অনেক হেলথ সাইট এ প্রিয় লিঙ্ক হিসাবে ফিটনেস বাংলাদেশের লিঙ্ক দেয়া হয়েছে| যেমন: ehealth24.net
  • এছাড়া দেহ, youthsparks,ইত্যাদি ম্যাগাজিনে/ওয়েব সাইটে ফিটনেস বাংলাদেশের লেখা ছাপা হয়েছে|

wordpress.com এর হিসাব অনুযায়ী ২০১০ সালের ফিটনেস বাংলাদেশ ব্লগের  সেরা আকর্ষনীয় পোস্ট গুলো নিচে দেখুন|

প্রিয় পাঠক, ফিটনেস বাংলাদেশের দ্বিতীয় বছর পূর্তিতে আপনাদের কাছ থেকে কমেন্ট ও ফিডব্যাক চাই| ফিটনেস বিষয়ে আপনারা আর কি জানতে চান তা জানান| ফিটনেস বাংলাদেশকে আর কিভাবে উন্নত করা যায়, আর নতুন কি সংযোজন করা যায়, তা জানান|

ফিটনেস বাংলাদেশ, বাংলাদেশের অন্যতম ফিটনেস ব্লগ| এই ব্লগের উদ্দেশ্য শুধুই পাঠকদের দৈনন্দিন জীবনের ফিটনেস বিষয়ে জ্ঞান দেয়া| যা মেনে চলার ফলে আপনি প্রতিদিন একটু একটু করে অনেক শারীরিক ও মানসিক উন্নতি লক্ষ্য করবেন| আপনাদের জন্য ফিটনেস বাংলাদেশের আরো অনেক নতুন নতুন বিভাগ খুলবে, যেমন: সৌন্দর্য, মানসিক শক্তি ইত্যাদি| এছাড়া একটি বিশ্বমানের ওয়েব সাইট হিসাবে ফিটনেস বাংলাদেশ যাতে বাংলাদেশের হয়ে সারা বিশ্বের ওয়েব সাইট গুলোর সাথে প্রতিযোগিতা করতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে| তাই পোস্ট গুলো দেবার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে ও মান নিয়ন্ত্রণ করে লেখা হয়|

ফিটনেস বাংলাদেশ দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে একটি নতুন আয়োজন করতে যাচ্ছে| আর তা হলো কিছু সাফল্যের কাহিনী ছাপানো| যারা হেলদি লাইফ স্টাইল মেনে চলেন, ওজন কমিয়ে সুন্দর স্বাস্থ্য পেয়েছেন , বা ওজন বাড়িয়েছেন–তাদের কাহিনী এই ব্লগে আপনার শেয়ার করতে পারেন| আপনারা কিভাবে হেলদি লাইফ স্টাইল মেনে চলেন, বা ফিটনেস বিষয়ে আপনার যে কোনো জ্ঞান, এই ব্লগে শেয়ার করতে পারেন এবং এর মাধ্যমে অন্যের উপকার করতে পারেন| লেখা পাঠানোর ঠিকানা fitnessbd@gmail.com

ফিটনেস বাংলাদেশের সাথে থাকুন| ফিটনেস বাংলাদেশের জন্য সব সময় শুভ কামনা ও দোয়া করুন|

ধন্যবাদ|

6 responses to “ফিটনেস বাংলাদেশ ব্লগের দ্বিতীয় বছর পূর্তি হলো| আপনাদের ফিডব্যাক ও পরামর্শ দিন|

  1. আপনাকে অনেক অভিনন্দন আর শুভকামনা। অনেক ভাল একটা সাইট এটা। আমার ছেলে আমাকে কয়েকবার এই সাইট দেখিয়েছে এই সাইটটা, ও সবাইকে বলে বেড়ায় এই সাইট থেকে পরামর্শ নেয়ার জন্য। আপনার সাইটে লেখাগুলো খুব বিস্তারিত, এটা খুবই ভাল।

    আপনার সফলতা কামনা করছি।

  2. অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা…

  3. এই সাইটে প্রত্যেকটি বিষয়ের উপর যেভাবে বিস্তারিত লেখা হয় তা অন্য কোন সাইটে পাওয়া যায় না। Fitness Bangladesh এর শুভকামনা করি। আশাকরি এই সাইটটি ভবিষ্যতে আরো সাফল্য অর্জন করবে।

    • অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কমেন্ট ও শুভ কামনা করার জন্যে ও ফিটনেস বাংলাদেশ ব্লগ পড়ার জন্যে |

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s